| |
               

মূল পাতা সারাদেশ রাজধানী  ইন্টিগ্রেটেড এডুকেশন বাংলাদেশের উদ্যোগে শিক্ষা কনফারেন্স অনুষ্ঠিত


 ইন্টিগ্রেটেড এডুকেশন বাংলাদেশের উদ্যোগে শিক্ষা কনফারেন্স অনুষ্ঠিত


রহমত নিউজ     19 January, 2025     12:15 PM    


“সমন্বিত শিক্ষার ঐক্যবদ্ধ প্রয়াস” স্লোগানকে সামনে রেখে ইন্টিগ্রেটেড এডুকেশন বাংলাদেশের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে বার্ষিক শিক্ষা কনফারেন্স।

শনিবার (১৮ জানুয়ারি) রাজধানীর ফার্মগেটের হাসান টাওয়ারে এই কনফারেন্স অনুষ্ঠিত হয়।

কনফারেন্সের প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেন, বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের মহাসচিব মাওলানা মাহফুজুল হক এবং দ্বিতীয় অধিবেশনের সভাপতিত্ব করেন, বেফাকের পরীক্ষা নিয়ন্ত্রক মাওলানা মুহাম্মাদ ইসমাঈল বারিশালী।

কনফারেন্সে জেনারেল শিক্ষার পাশাপাশি ইসলামি শিক্ষার গুরুত্ব ও তাৎপর্য নিয়ে আলোচনা করেন উপস্থিত বক্তারা। 

এসময় দাওয়াহ শিক্ষা ফাউন্ডেশন (কওমি নেসাবে সাধারণ শিক্ষার সমন্বয়ে উদ্যোগী সংগঠন),  মুসলিম এডুকেশন সোসাইটি (ইসলামিক স্কুলিং এর উদ্যোক্তা ও শিক্ষাবিদদের সংগঠন) ও আফটার স্কুল মাকতাব কার্যক্রমের (স্কুলগামী শিক্ষার্থীদের দ্বীন শেখার কার্যকর ও ফলপ্রসু উদ্যোগ) সাথে সংশ্লিষ্ট দায়িত্বশীলগণ পেপার প্রেজেন্টেশন দেন। এতে কর্মপন্থা ও পদ্ধতি নিয়ে আলোচনা করা হয়।

কনফারেন্সে আরও উপস্থিত ছিলেন, মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া, মাওলানা যায়নুল আবিদীন, মাওলানা ইসমাইল যশোরী, মাওলানা লিয়াকত আলী, প্রফেসর ড. আব্দুল আউয়াল, মাওলানা আব্দুর রাজ্জাক নদভী, মাওলানা হাবীবুর রহমান মুনীর নদভী, মাওলানা তাহমিদুল মাওলা, প্রফেসর শহিদুল্লাহ, প্রফেসর ড. বশির উদ্দিন সাহেব, প্রফেসর ড. মনজুর হোসাইন প্রমুখ।


এই এলাকার অন্যান্য সংবাদ দেখতে ক্লিক করুন: ঢাকা ঢাকা